এ সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি বাস্তবায়িত হবে: এরশাদ

0
446
blank
blank

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, চিন্তার কোন কারণ নাই, আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে। রবিবার সকাল ১০ টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ সংলগ্ন হোটেল অবসরে হাতীবান্ধা জাপা নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের করেন তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে এবং আরও একটি মামলা আছে যা দীর্ঘ ২৯ বছর ধরে চলছে। আমার মনে হয় রাজনীতি থেকে দূরে রাখার জন্যই আমার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু এই দিন শেষ হয়েছে।
জাপার এখন সুদিন, আগামীতে আওয়ামী লীগ ও জাপা মিলে আবারো দেশ শাসন করবে মন্তব্য এরশাদ আরো বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে। আগামী নির্বাচনে ৩শ’ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় পাটি।
এসময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিঠুসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে গমন করেন।