ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

0
1036
blank
blank

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বার্লিংটন শহরের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। দেশটির পুলিশ বিভাগ এই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বন্দুকধারী একজনকে শপিংমলটির ভেতরে খুঁজছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সে এখনও ওই মলে আত্মগোপন করে আছে।

পুলিশ জানায়, গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়। ওয়াশিংটন পুলিশের সার্জেন্ট মার্ক ফ্রান্সিস জানিয়েছেন, শুক্রবার রাতে একজন বন্দুকধারী গুলি করে চারজনকে হত্যা করে। এরপর থেকে শপিংমল সহ ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এখনও মলটির দোকানগুলোতে বন্দুকধারীর খোঁজ চালিয়ে যাচ্ছি আমরা। সিয়াটল থেকে উত্তরে অবস্থিত শহর বার্লিংটন। সার্জেন্ট সকলকে অনুরোধ জানিয়েছেন বার্লিংটনের কাসাকাডা শপিংমল এলাকা এড়িয়ে চলার জন্য। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ এবং লক্ষ্য সম্পর্কে কিছু জানা যায়নি।