ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব নির্যাতনমূলক: টিআইবি

0
591
blank
blank

ঢাকা : আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াসা। সংস্থাটির বিরুদ্ধে নিম্নমানের পানি দেয়ার অভিযোগের প্রেক্ষিতে দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হলো। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে গত বছরের সেপ্টেম্বর মাসে ওয়াসা এই প্রস্তাব দেয়। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল এক বিবৃতিতে ওয়াসার এই পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

আবাসিক ব্যবহারের জন্যে প্রতি ইউনিট বা ১ হাজার লিটার পানির দাম ১১ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্যে বর্তমান দাম ৩৪ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। ওয়াসার বক্তব্য, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে অনেক টাকা ঋণ হয়ে গেছে। সেই ঋণ পরিশোধ করার জন্যে পানির দাম বাড়ানো দরকার। এছাড়াও, সংস্থাটির পরিচালনা খরচ বেড়েছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গণমাধ্যমকে বলেন, আমরা একটি প্রস্তাব দিয়েছি।