কওমি আলেমদের হীনমন্যতার দিন শেষ: আহমদ শফী

0
462
blank
blank

হাটহাজারী: কওমি আলেমদের হীনমন্যতার দিন শেষ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, কওমি শিক্ষা সরকারিভাবে মর্যাদা পেয়েছে। তাই ছাত্র জীবনের অজির্ত শিক্ষাকে নানা ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে। শুক্রবার বিকেলে দারুল উলূম হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদিসের খতমে বুখারি ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আল্লামা শফী বলেন, একজন ঈমানদার মুসলমান কখনোই অন্যায় ও খারাপ কাজে জড়িত হতে পারে না। আর মুসলমানদের ইহ-পরকালে সফলতার জন্য অবশ্যই নিয়ত ও উদ্দেশ্যকে বিশুদ্ধ করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, মুফতী ও মুহাদ্দিস মাওলানা কিফায়াতুল্লাহ, মাওলানা জসীম উদ্দীন, মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমদ প্রমুখ।