কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে: ইমরান আহমদ

0
2284
blank
blank

ঢাকা: যতটা সম্ভব কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় দু’দেশের যৌথ ওয়ার্কিং কমিটির সভায় মালয়েশিয়ার কর্মী পাঠানোর বিষয়ে প্রটোকল সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।
দেশটিতে কর্মী প্রেরণে নতুন করে ডাটাবেজ তৈরি করা হবে জানান তিনি। এ সময় সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে এমপি ইসরাফিল আলমের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। বিদেশে কর্মী প্রেরণ বাধাগ্রস্ত করতে বিষয়টিকে বিতর্কিত করা হচ্ছে মন্তব্য করে বলেন, মালয়েশিয়া সরকারের কাছে চিঠি পাঠিয়ে বায়রা অনৈতিক কাজ করেছে।