করোনার সংক্রমণ ও মৃত্যুহার বাংলাদেশে কম: প্রধানমন্ত্রী

0
472
blank

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন পর্যন্ত আমরা ভাগ্যবান, কেননা করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হার উভয়ই বাংলাদেশে খুব কম। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দিনগুলোতেও আমরা এই রোগের আরো প্রবল বিস্তার রোধ করতে সক্ষম হবো।

শনিবার রাতে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিষ্টস (বিএসএ) আয়োজিত ‘ক্রিটিক্যাল কেয়ার-২০২০ বিষয়ক প্রথম আন্তর্জাতিক ই-সম্মেলন’র উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের প্রচেষ্টা এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কঠোর পরিশ্রমই বাংলাদেশে মারাত্মক ভাইরাসের সংক্রমণ রোধ করতে পারে। তিনি বলেন, কোভিড-১৯ জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকার জরুরি ভিত্তিতে ২ হাজার চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ দিয়েছে।