কুমিল্লার মামলায় জামিন ছাড়া খালেদার কারামুক্তির অবকাশ নেই: অ্যাটর্নি জেনারেল

0
544
blank
ফাইল ছবি
blank

কুমিল্লার মামলায় জামিন না নিয়ে খালেদা জিয়ার কারামুক্তির কোন অবকাশ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, কুমিল্লার গাড়ি পোড়ানো, মানুষ হত্যার মামলায় তার (খালেদা জিয়া) বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। সেই মামলাতেও উনি আসামি। কাষ্টডি ওয়ারেন্ট (সি-ডব্লিউ) দেয়ার অর্থ হলো কুমিল্লার মামলাতেও তিনি অবরুদ্ধ আছেন বলে ধরে নিতে হবে। সেই মামলাতেও তিনি জেলে আছেন বলে ধরতে হবে। কাজেই ওই মামলাতেও তাকে জামিন না নিয়ে খালাস (কারামুক্তি) হওয়ার কোন অবকাশ আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, চেম্বার আদালতে শুনানিতে আমি বলেছি, আসলে তার (খালেদা জিয়া) ১০ বছরের সাজা হওয়া মর্মে নিম্ন আদালত মত দিয়েছেন। কিন্তু তার বয়স এবং নানা রকম অসুখের কথা বিবেচনা করেই ৫ বছরের কারাদ- দেয়া হয়েছে। যেহেতু নিম্ন আদালত এসব বিষয় বিবেচনায় নিয়ে দ- কমিয়ে দিয়েছেন, সাজা কমিয়ে দেয়া হয়েছে সুতরাং আবার জামিন শুনানির ক্ষেত্রে এই বিষয়গুলো পুনরায় বিবেচনা করার কোন সুযোগ নেই। সরকার খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখার পায়তারা করছে- খালেদা জিয়ার আইনজীবীদের এমন অভিযোগের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এসব কথার কোন সারবত্তা নেই। ঘটনাগুলো এমন ধারাবাহিকভাবে ঘটেছে যে এটি অস্বীকার করার কোন ব্যাপার থাকবে বলে আমি মনে করি না। কাজেই খালেদা জিয়াকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে, এটি সঠিক না।