কুষ্টিয়ায় আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

0
521
blank
blank

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় নারীসহ কমপক্ষে ৬জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও মঠপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন মাস্টারের লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে জমি ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের পক্ষের সমর্থক শাহজাহান ইসলাম ও আফজাল হোসেন পক্ষের সমর্থক ইসমাইল এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা উভয় পক্ষে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আফজাল হোসেন পক্ষের সমর্থক ইদ্রিস আলী দেশীয় অস্ত্র ফলার আঘাতে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম খান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এক নারীসহ আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।