কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না: খাদ্যমন্ত্রী

0
656
blank
blank

নওগাঁ: কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের দুর্ভোগ কমাতে সারাদেশে ২০০টি প্যাডি সাইলো নির্মাণ করা হবে, খাদ্য গুদামে ধান নিয়ে এসে কৃষকদের যেন দুর্ভোগ পোহাতে না হয় এবং বাড়িতে ফেরত নিয়ে যেতে না হয়।

তিনি বলেন, খাদ্য গুদাম কর্মকর্তারা যেন অনিয়মের সঙ্গে জড়িত না হন, সেজন্য কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না।

যদি কোনো অনিয়ম হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য কর্মকর্তাদের আলোকিত খাদ্যবিভাগ তৈরি করতে হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।