কোনো সদস্যের অপরাধের দায় বাহিনী নেবে না: আইজিপি

0
464
blank
blank

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর কোনো সদস্যের ব্যক্তিগত অপরাধের দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না। কোনো সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়া হবে না। রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক ক্রাইম কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘থানাকে সেবা প্রদানের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। কোনো সাধারণ ও নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। মানুষের সঙ্গে ভাল আচরণ করতে হবে। তাদের সমস্যা ও অভাব-অভিযোগ শুনতে হবে।’

দিনব্যাপী এ কনফারেন্সে সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। কনফারেন্সে ২০১৭ সালের ৪র্থ কোয়ার্টারের (অক্টোবর-ডিসেম্বর ২০১৭) অপরাধবিষয়ক পর্যালোচনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।