ক্রসফায়ার কখনো আইনগত বৈধতা রাখে না: খাদ্যমন্ত্রী

0
548
blank
blank

সাভার: খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ক্রসফায়ার কখনো আইনগত বৈধতা রাখে না। বৃহস্পতিবার রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, যদি আমরা পুলিশের কথা বিশ্বাস করি তাহলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ গুলি করতে পারে। আমরা যদি ৭০ থেকে ৮০’র দশকে ফিরে তাকাই তাহলে দেখতে পারবো সর্বহারাদের নির্মূলে পুলিশ এ ধরনের অভিযান পরিচালন করেছিল।

কামরুল ইসলাম আরও বলেন, পৃথিবীর অনেক দেশেই সন্ত্রাস নির্মূলে যে ব্যবস্থা গ্রহণ করে আমাদের পুলিশও সে ভাবেই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

ভাকুর্তা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাসির আহম্মেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।