ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে দেয়া হয়েছে চামড়া

0
589
blank
blank

নিউজ ডেস্ক:  সরকারী-বেসরকারী তথ্যউপাত্ত অনুযায়ী অর্থনীতিতে চামড়া শিল্পের অবদান দিন দিন বেড়েই চলছে। বিশ্বে চামড়াজাত পণ্য, অর্থাৎ জুতা, স্যান্ডেল, ব্যাগ ইত্যাদির বাজারের আকার প্রায় ২২ হাজার কোটি ডলারের। অথচ এই পণ্যের ক্রেতা পায় না বাংলাদেশের মৌসুমী ব্যবসায়ীরা। বিক্রি করতে না পেরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় লাখখানেক কোরবানির পশুর চামড়া সড়কে ফেলে দিয়েছেন তারা।

মঙ্গলবার দুপুরে নগরীর আতুরার ডিপো, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকা থেকে এসব চামড়া সরিয়ে পুতে ফেলার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।