খলেদা জিয়া‌কে বাদ দিয়ে নির্বাচন চায় সরকার: ড. মোশাররফ

0
487
blank
blank

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন বলেছেন, বেগম খা‌লেদা জিয়া‌কে মিথ্যা মামলায় কারাগা‌রে রাখা হ‌য়ে‌ছে। তা‌কে বাদ দি‌য়ে সরকার আগামী নির্বাচ‌নে ‌যে‌তে চায়। কিন্তু তারা আধা প‌থেও যে‌তে পার‌বে না। জনগণ খা‌লেদা জিয়া‌কে ছাড়া নির্বাচন মে‌নে নি‌বে না। শ‌নিবার ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে প্র‌তিবাদ সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি ব‌লেন, সরকার নি‌জে‌দের ডিজিটা‌লের কথা ব‌লেন। রা‌য়ের সা‌র্টিফাইট ক‌পি ৫ দি‌নের ম‌ধ্যে পাওয়ার কথা থাক‌লেও পে‌তে লে‌গে‌ছে ৯ দিন। হাই‌কোর্ট ন‌থি তলব করার পর ১০ দিন কে‌টে গে‌ছে। ৩ কি‌লো‌মিটার পথ নথি আস‌তে কত সময় লা‌গে? এতেই বুঝা যায় সরকার উদ্দেশ্যেমূলকভা‌বে বেগম খা‌লেদা জিয়া‌কে আট‌কি‌য়ে রে‌খে‌ছে।

মোশাররফ ব‌লেন, সরকার আমা‌দের শান্তিপূর্ণ কর্মসূ‌চি‌তে বাধা দি‌চ্ছে। তারা আমা‌দের সভা-সমা‌বেশ অনুম‌তি দি‌চ্ছে না। আমরা ১২ তা‌রিখ সমা‌বে‌শের অনুম‌তি চে‌য়ে‌ছি। আশা ক‌রি সরকা‌রের শুভ বু‌দ্ধির উদয় হ‌বে এবং সমা‌বে‌শের অনুম‌তি দি‌বে।

জাতীয়তাবাদী ওলামা দলের সভাপ‌তি হা‌ফেজ আব্দুল মা‌লে‌কের সভাপ‌তি‌ত্বে সমাবেশে আ‌রো বক্তব্য রা‌খেন বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ওলামা দ‌লের সাধারণ সম্পাদক শাহ মাওলানা নেছারুল হক প্রমুখ।