খেলাধূলা সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়

0
530
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামের পশ্চিমের মাঠে গ্রিস প্রবাসী রাজন তালুকদারের উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বৈত্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ৪৫ টি দল অংশ গ্রহন করে। গত শনিবার রাতে ফাইনাল প্রতিযোগিতায় খসরু জুঁটিকে হারিয়ে রিফাত-রাজ জুঁটি বিজয়ী হয়। বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি সদস্য আকিবুল মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর ইয়থ ডেভলাপমেন্ট সোসাইটির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন শামীম ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার উদ্যোক্তা গ্রিস প্রবাসী রাজন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি জাহেদ আহমদ, সাবেক কৃতী ফুটবলার আবুল হোসেন, ব্যবসায়ী বকুল মিয়া, ছমির উদ্দিন, মুক্তার হোসেন রতন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, খেলাধূলা সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়। বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী পথ থেকে রক্ষা করতে হলে বেশি বেশি করে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সুস্থ খেলাধূলার আয়োজন করতে হবে। সেই সাথে শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি সুস্থ খেলাধূলায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।