গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসার আহ্বান

0
501
blank

ঢাকা: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মাজারে ফুলে দিয়ে আরও শ্রদ্ধা জানান আওয়ামী লীগের চিপ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি ভাঙা রেকর্ড বাজাচ্ছে উল্লেখ করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জয়ের আগেই হেরে যায়, এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। সে কারণেই সত্য ও সুন্দরের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলেছেন। এরপরেও আমি ভিন্নমত দেবো এটা কী করে ভাবলেন?