গণতন্ত্র চাইলে বিএনপিকে উগ্রবাদী ত্যাগ করতে হবে: ইনু

0
283
blank
blank

কুষ্টিয়া : জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্র ও নির্বাচন চাইলেন দ্রুত অপরাধী, রাজাকার, উগ্রবাদীদের ত্যাগ করে বিএনপিকে পরিশুদ্ধ হয়ে রাজনীতির ময়দানে আসতে হবে। হাসানুল হক ইনু বুধবার সকালে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি এক মুখে নির্বাচন চাইবে আর অন্য মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠাতার প্রকল্প গ্রহণ করবেন, তা হতে পারে না। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সাবেক তথ্যমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশানা মুছে দিয়ে ছিলেন। তখন কেউ বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করতে পারত না। জেনারেল জিয়া সংবিধানের চার মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়ে ছিলেন।