গর্ভপাতের অধিকারকে অগ্রাধিকার দেবেন হিলারি

0
553
blank

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গর্ভপাতের অধিকারকে অগ্রাধিকার দেয়ার প্রত্যয় ঘোষণা করলেন হিলারি ক্লিনটন। গতকাল প্লানড প্যারেনহুড আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এতে তিনি বলেন, তার প্রেসিডেন্ট নির্বাচনে যেসব মূল ইস্যু থাকবে তার অন্যতম হবে গর্ভপাতের অধিকার। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে এখন দৃশ্যত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ডোনাল্ড ট্রাম্পকে নারী অধিকারের শত্রু হিসেবে আখ্যায়িত করেন। ফলে তিনি এ ইস্যুতে ট্রাম্প যে অবস্থান নিয়েছেন তার বিপরীতে হিলারির অবস্থান। ট্রাম্পের সমালোচনা করে হিলারি বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন বলেন আসুন আমরা আমেরিকাকে আবার মহান করে গড়ে তুলি তখন আসলে তিনি আমেরিকাকে আসলে পশ্চাতে নিতে চান। তিনি আমেরিকাকে এমন একটি সময়ে ফিরিয়ে নিতে চান, যখন কিছু মানুষের জন্য সুযোগ ও মর্যাদা ছিল, সবার জন্য নয়। এমন একটা সময় ছিল যখন গর্ভপাত ছিল অবৈধ। নারীদের সামনে তখন বিকল্প কোন সুযোগ ছিল না বললেই চলে। নারী ও বালিকাদের জীবন ছিল সীমিত পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে হিলারি বলেন, ডোনাল্ড সেসব দিন গত হয়েছে।

ওদিকে, হিলারিকে প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দেয়ায় ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি হিলারিকে তীর্ষকভাবে বলেছেন, ক্রুকড হিলারি। তিনি টুইটে বলেছেন, ওবামা ক্রুকড হিলারিকে সমর্থন দিয়েছেন। তিনি ওবামার শাসনের আরও চারটি বছর চান। কিন্তু অন্য কেউ চায় না। ট্রাম্পকে এ জাতীয় টুইট মুছে ফেলার আহ্বান জানিয়েছেন হিলারি।