গাজীপুরে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত, আহত ৩

0
468
blank

গাজীপুর: গাজীপুরে ডাকাতের গুলিতে পরেশ ঘোষ নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, গত রাত দুটার দিকে নগরের কাথোরা এলাকার মুক্তিযোদ্ধা পরেশ ঘোষ ও তার ভাই নরেশ ঘোষের আলাদা বাড়িতে ৮-১০ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতদল ঘরে ঢুকে আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ প্রায় দুই লাখ টাকা ও ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুন্ঠন করে। এ সময় ডাকাতদের একজনকে চিনে ফেলায়  মুক্তিযোদ্ধা পরেশ ঘোষকে (৬৫) গুলি করে ডাকাতরা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে তার ভাইয়ের বাসায় ডাকাতির সময় বাধা দিলে বাসার নীচতলা থাকা পিতা নরেশ ঘোষ (৬০), দোতালায় থাকা তার দুই ছেলে বিধান ঘোষ (৩২) ও মৃনাল ঘোষকে (২৮) এলাপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় ডাকাতরা। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। জয়দেবপুর থানার এসআই পরিমল বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির তদন্ত করছেন।