গুলশান-কাণ্ডের পর একটি দেশ সৈন্য পাঠাতে চেয়েছিল: হানিফ

0
487
blank
Hanif
blank

খুলনা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এই বাংলাদেশে আইএস আছে, তা একবার প্রতিষ্ঠিত করতে পারলেই যে পশ্চিমা দেশগুলো এক বছর ধরে বারবার বলছে, তাদের জন্য সহজ হবে এই বাংলাদেশকে অস্থিতিশীল বলতে। গুলশানে হামলার পর একটি বৃহৎ রাষ্ট্রের একজন দায়িত্ববান কর্মকর্তা সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, সন্ত্রাস নির্মূলে তারা সহযোগিতা করতে চান। এর আগেও তারা সৈন্য পাঠাতে চেয়েছিলেন। আমাদের সরকার থেকে বলা হয়েছে, যাচাই-বাছাই করে দেখে যখন যেটুকু প্রয়োজন, ততটুকু সহযোগিতা নেয়া হবে। শনিবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ইমামদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, কথিত আইএস ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কথিত জঙ্গি হামলা প্রথম খবর প্রচার করে সাইট ইন্টেলিজেন্ট গ্রুপ, যার প্রতিষ্ঠাতা ইহুদি রিতা। যার বাবা ইরাকে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে নিহত হয়েছিলেন। আর গুলশান ঘটনার পর সিএনএন তাদের নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে গুলশান হামলার ঘটনা প্রচার করে। তারাই আগে প্রচার করে যে বিশজনকে হত্যা করা হয়েছে।