গুলশান হামলা দেশের অর্থনীতি ও বিনিয়োগে প্রভাব ফেলবে না: অর্থমন্ত্রী

0
1019
blank
blank

ঢাকা: গুলশান হামলা দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গুলশান হামলার কারণে দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো ধরনের প্রভাব পড়বে না। এ ঘটনাকে কেন্দ্র করে যারা বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার আশঙ্কার কথা বলছেন, তারা টোটালি রাবিশ।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তা প্রকাশ করা হবে। এছাড়া সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান অর্থমন্ত্রী এমএ মুহিত। তিনি বলেন, অচিরেই সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।