গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মান্না

0
475
blank
blank

ঢাকা: সরকারকে অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি নামের একটি সংগঠন এ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে।
গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, গ্যাসের দাম বাড়ানো হলে চালু কলকারখানা বন্ধসহ বেড়ে যাবে পরিবহন ভাড়া। গ্যাসের দাম বাড়ানোর কারণে অর্থনৈতিক সব সেক্টর দারুণ বিপর্যয়ের মধ্যে পড়বে।
সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জনস্বার্থ বিবেচনায় রেখে সরকারকে পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে সরকারকে গ্যাসের দাম পুনঃবিবেচনার জোর দাবি জানান তিনি।
সমাবেশে সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারি সম্পাদক আবদুল আউয়াল ঠাকুর, বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক জাকির হোসেন, নাগরিক ঐক্যের নেতা মমিনুল হোসেন, সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোর্শেদ, জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, অ্যাডভোকেট হারুন অর রশিদ, সাংবাদিক মিজান মাসুম, লায়ন শেখ ফরিদ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক নিজাম দরবেশ প্রমুখ।