গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি যথাসময়ে জানানো হবে: রিজভী

0
466
blank

ঢাকা: সরকার লুটপাটে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ কারণে সরকার গণবিরোধী সব কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার সঙ্গে সঙ্গে এর নেতিবাচক প্রভাব খুবই স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, সারাদেশের মানুষ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। দেশের শতকরা সাড়ে ৯৯ ভাগ মানুষ এ ঘোষণা প্রত্যাখান করেছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি যথাসময়ে জানানো হবে বলেও জানান তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের মানুষের কাছে বর্তমান ভোটারবিহীন সরকারের কোনও জবাবদিহিতা ও কর্তব্যবোধ নেই বলেই জনগণের ওপর জুলুম চালানো হচ্ছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার।
বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে আহবান জানাতে চাই-গণবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসুন। অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অমানবিক ঘোষণা থেকে সরে আসুন।