গ্রামকে শহরে রূপান্তর করা হবে: পরিকল্পনামন্ত্রী

0
661
blank
blank

মৌলভীবাজার: পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে গ্রামকে শহরে রূপান্তর করা হবে। বাংলাদেশের প্রতিটি জেলায় উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে। শনিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভার কর্তৃক নির্মিত প্রবীণাঙ্গনের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌরমেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, সিভিল সার্জন শাহজান কবীর চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন, প্রবীণ নাগরিক প্রমুত রঞ্জন পাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এস এম আজাদুর রহমান, নাজনীন আখতার, সালেহ এলাহী কুটি প্রমুখ।