গ্রেনেড হামলার দায় খালেদা জিয়া এড়াতে পারেন না: শেখ হাসিনা

0
696
blank
blank

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত সরকারের মদদেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মীরা ঢাল হয়ে সেদিন তাঁকে রক্ষা করে। গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়াকে আসামি করা না হলেও, তিনি হামলার দায় এড়াতে পারেন না বলে জানান সরকার প্রধান।
মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণ, রক্তাক্ত মানুষের কাতর কান্না আর চোখের সামনেই সতীর্থের মৃত্যু। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে।
১৫ বছর আগের সে দিনটি স্মরণে আওয়ামী লীগের এ আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার এ হামলা ছিল পরিকল্পিত।
শেখ হাসিনা বলেন, যখন একটার পর একটা গ্রেনেড ব্লাস্ট হচ্ছে আসলে তখন আমরা বুঝতে পারিনি, একটা গ্রেনেড যা যুদ্ধ ময়দানে মারা হয় সেটা জনসেবায় মারবে। আমরা ভাবছি বোমা হামলা হচ্ছে। গ্রেনেডের স্প্রিন্টারগুলো হানিফ ভাইয়ের মাথায় গায়ে লাগছে আর সেখান থেকে আমার গায়ে রক্ত পড়ছে।
তৎকালীন সরকারের মদদ ছাড়া এ হামলা হতে পারতো না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনার দায় এড়াতে পারেন না বেগম জিয়া।