ঘুষের কোটি টাকাসহ সরকারি তিন কর্মকর্তা গ্রেফতার

0
644
blank
blank

চট্টগ্রাম: ঘুষের ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেক ও নগদ সাড়ে ৮ লাখ টাকাসহ চট্টগাম ও কুষ্টিয়ায় তিন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার চেইনম্যান মো. নজরুল ইসলাম ও কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী মো. রফিকুল ইসলাম।
চট্টগ্রাম শহরের চিটাগাং শপিং কমপ্লেক্সে  অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার- এল এ শাখার  বেশকিছু  নথি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুদকের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌।
 এ ঘটনায় জেলা প্রশাসক অফিসের এলএ শাখার চেইনম্যান মো নজরুল ইসলামকে গ্রেফতার করে দুদক। তার ড্রয়ারে তল্লাশি চালিয়ে  নগদ ৭.৫০ লক্ষ টাকা ও ৯১ লক্ষ ৮৩ হাজার টাকার অগ্রীম ঘুষের চেক উদ্ধার করা হয়। একই জায়গা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক মোহাম্মদ তসলিম উদ্দীনকে  ঘুষের ৫৭ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে দুদক সজেকা চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাস বাদী হয়ে একটি মামলা করেন।