ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

0
760
blank
blank

ফেনীর দাগনভূঞায় সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাএকে বলাৎকার চেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক নাজিম উদ্দিন আহরারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের একটি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। কৌরেশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নাজিম জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের মাওলানা মাঈন উদ্দিনের ছেলে।

এসআই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে শিক্ষক নাজিম বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে নাজিম তাকে কক্ষ থেকে বের করে দেয়। পরে বাড়ি গিয়ে শিশুটি মায়ের কাছে ঘটনাটি বলে। শিশুটির পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ওই শিক্ষকে গ্রেফতার করে পুলিশ।

দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহাম্মদ পাঠান বলেন, ‘এ ব্যাপারে নাজিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।’