ছাত্রলীগ ক্যাডারদের ছুরিকাঘাতে সিলেটে ব্যবসায়ীর মৃত্যু

0
465
blank
blank

 

সিলেট: সিলেটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করিম বক্ত মামুন (২২) ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।  নগরীর জিন্দাবাজার এ্যালিগেন্ট শপিং সিটির নিচতলায় মামুনের মোবাইলের একটি দোকান রয়েছে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মার্কেটের পার্কিংয়ের রাস্তার সামনে সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলেমান আহমদ তার মোটরসাইকেল রাখতে গেলে মার্কেটের নিরাপত্তা রক্ষী বাধা দেন। একপর্যায়ে সুলেমান মার্কেটের নিরাপত্তা রক্ষীকে মারধর করেন। ঘটনাটি দেখে মার্কেটের ব্যবসায়ী মামুন এগিয়ে এসে সুলেমানকে পার্কিংয়ে মোটর সাইকেল রাখার অনুরোধ করেন। এনিয়ে মামুনের সাথেও দুর্ব্যবহার করেন সুলেমান। এর জের ধরে কিছুক্ষণ পর সুলেমানের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ ক্যাডার এসে মামুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার দিকে মামুন মারা যান।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে জিন্দাবাজারের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। বেধে দেয়া সময়ের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে তারা বৃহৎ কর্মসূচি দেয়ার হুমকি দেন। এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, খুনিদের চিহ্নিত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারেরও চেষ্টা চলছে। খুনিদের রাজনৈতিক পরিচয় থাকলেও তারা পার পাবে না বলে মন্তব্য করেন তিনি।