ছাত্রসমাজ আজ একটি সন্ত্রাসী দলের চরম নির্যাতনের শিকার হচ্ছে: আমীর খসরু

0
536
blank
blank

ঢাকা:  ‘কর্মক্ষোত্রে কোটা সংস্কারের দাবির মুখে দেশের গোটা ছাত্রসমাজ আজ একটি সন্ত্রাসী দলের চরম নির্যাতনের শিকার হচ্ছে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে এদের পরিচয় জাতীর সামনে তুলে ধরা উচিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের পৈশাচিক হামলার প্রতিবাদ এবং অবিলম্বে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সঞ্চালক মুহাম্মদ সাইদুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।