ছয়দফা দাবি জানিয়ে কোটা সংস্কারের আন্দোলন স্থগিত ঘোষণা

0
668
blank
blank

ঢাকা: কোটা বাতিল করে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর ঘোষণা গেজেট আকারে প্রকাশসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তারা।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুধু একটাই অনুরোধ করব, কোনো মামলা দিয়ে আমাদের সাধারণ আন্দোলনকারীদের যেন হয়রানি করা না হয়।

গত কয়েক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন আন্দোলনকারীরা, সেখান থেকেই আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা।

তারা বলেন, প্রধানমন্ত্রীর জন্য ফুল নিয়ে যাব। আর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব।