জগন্নাথপুরের আশারকান্দি’র কাকবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ

0
603
blank
blank

জগন্নাথপুর: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এম.পি’র নির্দেশনায় জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের ১০৭ নং কাকবলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের সময় উপস্তিত ছিলেন, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মেম্বার কাছন আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুর রব, সাবেক মেম্বার হারিছ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মনির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আশারকান্দি ইউনিয়ন যুবলীগ সভাপতি আলাউদ্দিন আহমেদ, পরিচালনা কমিটির সভাপতি হীরন মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কান্তি বিশ্বাস, সহকারী শিক্ষক সমিরন চন্দ্র দাশ, শিক্ষিকা রাফিয়া বেগম, আজমান আলী, চান মিয়া, বদরুজ্জামান, আব্দুল মতিন, জমির মিয়া, শফিক আলী, আব্দুল করিম, মনফর মিয়া, লাল মিয়া, আব্দুস ছালাম, জালাল মিয়া, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মহিবুর রহমান রাসেল, আক্তার হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি নয়াবন্দর অভিযোগ কেন্দ্রের লাইন ম্যান মোরাদ আহমেদ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ।
উল্লেখ্য- জানা যায়, বিগত ০৮.০১.২০১৫ ইং মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান স্কুল পরিদর্শনে আসলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মন্ত্রী মহোদয়ের কাছে বিদ্যুৎ সংযোগ দেওয়া আবদার করে। পরে মন্ত্রী বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের আসস্ত করে বলেন যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পৌছে দেওয়া হবে।
এলাকার এক অভিভাক রাসেল জানান, এই বিদুৎ সংযোগ এম.এ মান্নান সাহেব এর উপহার এখন লেখাপড়া’সহ বিদ্যালয়ের সার্বিক কাজ আরো এগিয়ে যাবে।