জগন্নাথপুরের চার গ্রামবাসীর যাতায়াতের সড়কটি হুমকির মুখে

0
432
blank
blank

জগন্নাথপুরে চার গ্রামবাসী যাতায়াতের একমাত্র অবলম্বন আলাগদি গ্রামের সড়কটি ভেঙ্গে যাচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে ও ঢেউয়ে রাস্তাটি ভেঙে যাচ্ছে বলে স্থানীয় গ্রামবাসি জানিয়েছেন। গত শুক্র ও গতকালের শনিবারের অব্যাহত বৃষ্টিতে সড়কের কিছু অংশে পানি উঠে গেছে। ফলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে। সড়কটি যাতায়াতে অনুপযোগি হয়ে পড়ে দূর্ভোগ পড়েছেন জনসাধারন। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার পাইলগাও ইউনিয়নের আলাগদি গ্রামের প্রধান সড়ক তেরাউতিয়া ভয়া সাতা আলাগদি পয়েন্ট পর্যন্ত এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত তেরাউতিয়া, মাখড়কোনা, দয়াল নগর, ও আলাগদিসহ চারটি গ্রামের লোকজন যাতাযাত করে আসছেন।আলাগদি গ্রামের যুবক শাহেল আহমদ শাহেদ জানান, চার গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র সড়কটি হচ্ছে আলাদি গ্রামের রাস্তা। গত কয়েকদিনের বৃষ্টিপাতে ও ঢেউয়ে ভেঙ্গে যাচ্ছে রাস্তাটি। ইতিমধ্যে এ রাস্তায় সব ধরনের যানবাহন চলাচলবন্ধ হয়ে গেছে। গতকালকের বৃষ্টিতে সড়কের কিছু কিছু অংশে পানি উঠে গেছে। দূর্ভোগে পড়েছেন গ্রামবাসী। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেচ্ছুর রহমান জানান, শুনেছি আলাগদি গ্রামের সড়কটি ঢেউয়ে ভেঙ্গে গেছে। এবং পানিতে তলিয়ে যাচ্ছে। অসুস্থতার কারণে আমি গিয়ে দেখতে পারি নি। তবে আমার লোক পাঠিয়েছি।