জগন্নাথপুরের পাটলী ইউনিয়নে পুনর্নির্মিত রাস্তার মাটি কেটে ফেলায় এলাকায় উত্তেজনা

0
538
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শফিকুল কবিরের বাড়ির নিজস্ব রাস্তায় সদ্য মাটি কেটে পুনঃসংস্কার কাজ করার পর প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক রাস্তার মাটি কেটে ফেলেছেন। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্থ রাস্তার মালিক শফিকুল কবিরের ভাতিজা আমজাদ হোসেন রুকন এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার জগন্নাথপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পাটলী চক গ্রামের ইয়াওর মিয়ার পুত্র আমজাদ হোসেন রুকন থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, শফিকুল কবিরের মালিকানাধীন বাড়ির চলাচলের রাস্তা সম্প্রতি মাটি ফেলে পুনঃসংস্কার করা হয়। গত বুধবার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামের মৃত দরছ মিয়ার পুত্র ফারুক মিয়া, ছুরত মিয়ার পুত্র সামল মিয়া, কমলা মিয়া, রূপা মিয়ার পুত্র রায়হান মিয়া, কামিনীপুর গ্রামের ইর্শ্বাদ মিয়ার পুত্র ছব্বির আহমদ, আব্দুল হাশিমের পুত্র বাদশা মিয়া, ধন মিয়ার পুত্র নুর আলী, সামাট গ্রামের জফর উল্ল্যার পুত্র মতিন মিয়া, ছন্দু মিয়ার পুত্র হীরা মিয়া, ছমেদ মিয়ার পুত্র ময়না মিয়া এবং ইব্রাহিম মিয়ার সহযোগিতায় সহশ্রাধিক লোকজন পুনঃসংস্কারকৃত রাস্তার মাটি কেটে ব্যাপক ক্ষতি করেছেন।
এ ব্যাপারে এসআই অঞ্জন সরকার জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।