জগন্নাথপুরে অবৈধভাবে জলমহালে মাছ আহরণকালে জাল আটক

0
492
blank

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জলমহালে অবৈধভাবে মাছ আহরণকালে জাল আটক করে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা গেছে, ঢাকার নবীন মৎস্য ফাউন্ডেশনের পক্ষে মানিক লাল ধরের দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রাণীগঞ্জ ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের অর্ন্তভূক্ত কলাখাই নাগডোরা জলমহালে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে মাছ আহরণকালে ৬ টি বেলজাল আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আটককৃত জালগুলো ছেড়ে দেয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদের জানান, আটককৃত জালগুলো জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত এ জলমহালের মাছ আহরণ করা নিয়ে স্থানীয় গন্ধর্বপুর গ্রামের দুই মৎস্যজীবি প্রতিনিধি মনোরঞ্জন সরকার ও প্রাণনাথ সরকারের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে গত ৫ অক্টোবর প্রাণনাথ সরকারের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে ভূমি আপীল বোর্ডের সহকারি সচিব আমিনুর রহমান খান এ জলমহালটির সকল কার্যক্রম স্থগিত করে দেন। স্থগিতাদেশ থাকা সত্বেও প্রতিপক্ষ মনোরঞ্জন সরকার এ জলমালটি স্থানীয় আলমাছ মিয়া ও তরিক মিয়ার কাছে সাবলীজ দেন। বর্তমানে আলমাছ মিয়া ও তরিক মিয়া নবীগঞ্জ উপজেলার বাটর গ্রামের বহিরাগত জেলেদের দিয়ে মাছ আহরণ করছেন। প্রতিদিন জলমহালে বলদা জাল, বড় জাল, বেল জালসহ বিভিন্ন জাল দিয়ে জেলেরা অবৈধভাবে মাছ আহরণ করছেন বলে প্রাণনাথ সরকারের লোকজন অভিযোগ করে জানিয়েছেন।