জগন্নাথপুরে আবারো নদী খননের মাটি বিক্রির অভিযোগ

0
463
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী খনন কাজ চলছে। ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে উত্তেলিত মাটি অন্যত্র অবৈধভাবে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় গন্ধর্বপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে কাচা মিয়া বাদী হয়ে এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, মৌলভী বাজারের বাসিন্দা আশরাফুল মিয়া নামের এক ব্যক্তি কুশিয়ারা নদী থেকে খননকৃত উত্তেলিত মাটি অন্যত্র অবৈধভাবে বিক্রি করছেন।
এছাড়া বেশ কিছু দিন আগে এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একইভাবে লিখিত অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নদীতে থাকা ড্রেজার মেশিন ও খননকৃত মাটি জব্ধ করেন। বেশ কিছু দিন যাওয়ার পর আবারো শুরু হয়েছে তাদের অবৈধ মাটি বিক্রি বাণিজ্য।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, এ ব্যাপারে আবারো আইনগত ব্যবস্থা নেয়া হবে।