জগন্নাথপুরে এবারো মাদ্রাসা এগিয়ে

0
511
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে এসএসসি সমমান দাখিল পরীক্ষার ফলাফলে এবারো স্কুল থেকে মাদ্রাসা এগিয়ে রয়েছে। বুধবার প্রকাশিত ফলাফলে অন্যান্য বছরের মতো এবারো স্কুল থেকে মাদ্রাসা এগিয়ে আছে।

জানাগেছে, এবারের এসএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৯ টি উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৭৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬১২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯১.৬৪% ও জিপিএ ৫ মাত্র দুইটি পেয়েছে। এর মধ্যে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় একটি ও ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় একটি জিপিএ ৫ পেয়েছে।

এবারের দাখিল পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৭ টি মাদ্রাসা থেকে মোট ৬১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৭১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৩% ও জিপিএ ৫ পাঁচটি পেয়েছে। এর মধ্যে হলিয়ারপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা দুইটি, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসা দুইটি ও আল জান্নাত ইসলামি ইনস্টিটিউট একটি জিপিএ ৫ পেয়েছে। পরীক্ষার ফলাফলে অন্যান্য বছরের মতো মাদ্রাসাগুলো তাদের কৃতিত্বের অর্জন ধরে রেখে এবারো স্কুল থেকে এগিয়ে রয়েছে।