জগন্নাথপুরে কলেজ ছাত্র আহত; এলাকায় প্রতিবাদের ঝড়

0
495
blank
blank

মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রকে ক্ষুর দিয়ে আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় প্রতিবাদের ঝড় বইছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের সুন্দর আলী ও একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আমির হোসেন পংকির মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৮ জুন সন্ধ্যায় প্রতিপক্ষের সুন্দর আলীর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী আমির হোসেন পংকির বাড়িতে গিয়ে হামলায় চালিয়ে তাদেরকে মারপিট করে বাড়িতে তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মামালাল লুটপাট করে নিয়ে যায়। এরই জের ধরে আবার গত ১৭ জুন সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন ব্যবসায়ী আমির হোসেন পংকির ছোট ভাই জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্র রানা মিয়ার শরীরে ক্ষুর দিয়ে অসংখ্য আঘাত করে। এ সময় স্থানীয় জনতা ক্ষুরের আঘাতে গুরুত্বর আহত কলেজ ছাত্র রানা মিয়াকে মুমূর্ষ অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বর্তমানে কলেজ ছাত্র রানা মিয়া ওসমানী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে তাঁর পরিবারের লোকজন জানান। এ ঘটনায় গতকাল রোববার আহত কলেজ ছাত্র রানা মিয়ার বড় ভাই ব্যবসায়ী আমির হোসেন পংকি বাদী হয়ে প্রতিপক্ষের মৃত আজিম উল্লার ছেলে সুন্দর আলী, সুন্দর আলীর ছেলে সরোয়ান মিয়া, মৃত আজিম উল্লার ছেলে ফজর আলী, ছমির মিয়ার ছেলে শাহিন মিয়া, মৃত আজিম উল্লার ছেলে ছুরুক মিয়া ও ছুরত আলীসহ ৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এদিকে- কলেজ ছাত্র রানা মিয়া আহত হওয়ার ঘটনায় এলাকার প্রতিবাদের ঝড় বইছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় ভবের বাজারে সর্বস্তরের জনতার উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ইসহাকপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমাজসেবক হাজী আলা মিয়া, শাহ নিজামুল করিম, জাতীয় দলের দাবা খেলোয়ার শাহ মাহফুজুল করিম, সমাজকর্মী আব্দুল মজিদ, আব্দুল মতিন, সাজ মিয়া, আনোয়ার হোসেন, সুহেল মিয়া, শাহিনুর রহমান, হাছন আলী, সাজাদ মিয়া, শিহাব উদ্দিন, শিমু মিয়া, বাবুল মিয়া, কলেজ ছাত্র সায়মন করিম, আব্দুল মোতালিব, আলী কবির, সাকিল মিয়া, নাহিদ মিয়া, ফয়সল আহমদ প্রমূখ। সভায় বক্তারা আহত কলেজ ছাত্রের আশু সুস্থতা কামনা করেন এবং হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।