জগন্নাথপুরে ঘুর্নিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধবস্ত, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

0
485
blank
blank

সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ শুকবার বিকালে উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঘুর্নিঝড়ে শতাধিক কাচাঘরবাড়ি বিধবস্থ ও শিলাবৃষ্টিতে আধাপাকা ধান,মৌসমী ফসল ক্ষতি হয়েছে। প্রায় আধ ঘন্টাব্যাপী প্রচন্ড ঘুর্নিঝড়ে কাঁচাঘরবাড়ি ধুমড়ে মুছড়ে মাটির সাথে মিশে যায়। কমপক্ষে শতাদিক বিভিন্ন জাতের গাছ উপড়ে রাস্তায় এবং ঘরবাড়িতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘুর্নিঝড়ের সাথে প্রায় একশ থেকে দেড়শ গ্রাম ওজনের শিলা ভয়াবহ শিলা পাথরের ফলে বিভিন্ন হাওরের আধা পাকাধান ও মৌসুমী ফল আমসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি টিনসেটকৃত হাজার হাজার গৃহের ছাল ছিদ্র হয়ে পড়ে।ঘুর্নিঝড়ে উপজেলার অর্ধশতাধিক বিভিন্ন স্কুলের টিনের ছাল ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

স্মরনকালের ভয়াবহ শিলাবৃষ্টির চিত্র দেখে গ্রামের লোকজন আতংকিত হয়ে পড়েন। পৌরসভা, কলকলিয়া, চিলাউড়া, আশারকান্দি, পাইলগাঁও, রানীগঞ্জ ইউনিয়নের স্থানীয়রা জানিয়েছেন ঐসব এলাকার কাচাঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের শত শত দরিদ্র পরিবার ঘরবাড়ি বিধবস্থ হয়ে খোলা আকাশের নীচে রয়েছে।