জগন্নাথপুরে চাল নিতে দুর্গত মানুষের রাত জেগে অপেক্ষা

0
526
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে সরকারি (ওএমএস) এর চাল নিতে দুর্গত লোকজন রাত জেগে অপেক্ষা করতে দেখা গেছে।
জানাগেছে, জগন্নাথপুরে এবার ফসলহানির ঘটনায় দরিদ্র জনগোষ্ঠীর লোকজনের মধ্যে হাহাকার বিরাজ করছে। সরকার এসব দুর্গত মানুষের জন্য গত প্রায় ৩ সপ্তাহ ধরে জগন্নাথপুরে ১৫ টাকা কেজি দরে চাল ও ১৭ টাকা কেজি ধরে আটা ডিলারদের মাধ্যমে খোলা বাজারে (ওএমএস) বিক্রি শুরু করে।
এদিকে-জগন্নাথপুরের চালের বাজারে প্রতি কেজি চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের দামে অনেক ব্যবধান থাকায় দরিদ্র জনগোষ্ঠীর লোকজন সরকারি (ওএমএস) এর চাল কিনতে ডিলারদের দোকানে গিয়ে দীর্ঘ লাইন দিয়ে শতশত লোকজন অপেক্ষা করতে থাকেন। তবে প্রতিটি ডিলার মাত্র ২০০ জনকে চাল দিলেও বাকিরা না পেয়ে হতাশ হয়ে শূন্য হাতে ফিরে যান। যে কারণে লাইনে আগে গিয়ে দাঁড়ানোর জন্য অনেকে রাত জেগে ডিলারদের দোকানের সামনে গিয়ে অপেক্ষা করতে দেখা যায়।