জগন্নাথপুরে চুরির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

0
966
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে চুরির অভিযোগে সামত আলী (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মক্রমপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। সে দীর্ঘদিন ধরে সপরিবারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিচনী গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।
জানাগেছে, গত কয়েক দিন আগে একটি গরু চুরির শালিস করেন জগন্নাথপুর উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। এ সময় চোরদের দেয়া তথ্যের ভিত্তিতে সামত আলীকে অভিযুক্ত করা হয়। তবে গত সোমবার সন্ধ্যায় স্থানীয় কামিনীপুর গ্রামের মিজান নামের এক ব্যক্তি সামত আলীকে ফোনে ডেকে জগন্নাথপুর নিয়ে আসেন। এ সময় জগন্নাথপুর বাজার থেকে সামত আলীকে আটক করে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের কাছে নিয়ে যান এলাকার লোকজন। রাতে সামত আলীকে গণধোলাই দিয়ে গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে জগন্নাথপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। চুরি অভিযোগে ধৃত যুবককে থানা পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই কায়েমুল ইসলাম। এ ব্যাপারে জানতে চাইলে পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক জানান, ধৃত সামত আলী আমার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৮ টি গরু চুরির কথা স্বীকার করেছে।