জগন্নাথপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

0
730
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার কলকলিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় কলকলিয়া বাজারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লেবু ও যুবদল নেতা রোকন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন. জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ছাদিকুর রহমান নান্নু, সহ-সম্পাদক আবদুস শহিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক আজিবুল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল খলিল, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক শাহিন মিয়া, যুবদল নেতা মাসুদ আহমদ, ছাত্রদল নেতা মিফতাউল হাসান জনি, জুবেদ আহমদ প্রমূখ। এ সময় বিএনপি নেতা রজব আলী, আবদুল কাহার, আতর আলী, যুবদল নেতা লুৎফুর রহমান, লিপু মিয়া, শাহেদ আহমদ, মুজির উদ্দিন, সাজুরুল হক, সুমন আহমদ, মিজানুর রহমান, আক্তার হোসেন, হারুন মিয়া, রাজন আলী, ফিরোজ মিয়া, আবু খালেদ, চুনু মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতির ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হন এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে আধূনিক রাষ্ট্রে পরিণতি করেন। যার ফলশ্রুতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে ১৯৮১ সালের এই দিনে তাঁকে হত্যা করা হয়। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।