জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ’সহ আহত ১০

0
476
blank
blank

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পদকের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে ইকড়ছই গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২ পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন আগে জগন্নাথপুর বাজারে বর্তমান বাজার তদারক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভূঁইয়ার এর সাথে বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন এর তুচ্চ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। যার জের ধরে রবিবার সন্ধ্যায় জুনেদ আহমদ ভূঁইয়ার সাথে জগন্নাথপুর বাজারে সাবেক তদারক কমিটির সেক্রেটারী দিলোয়ার হোসেনের পিতা র্ব্যবসায়ী তাজ উল্যাহর কথা কাটাকাটি হয়। বিষয়টি দু’পক্ষের স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিলোয়ার হোসেনের পক্ষের লোকজন বাজারে এসে জুনেদ ভূঁইয়াকে খোঁজতে থাকে পরে জুনেদ ভূঁইয়ার লোকজন দিলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় দিলোয়ার হোসেনের বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এতে উভয়পক্ষের সাতজন সহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে তাজ উল্যাহ(৬০), দুলু বিবি(৫৬),দিলোয়ার হোসেন (৩৮), আঙ্গুর মিয়া(৪০), নুর মিয়া(৫৫), সুবেল মিয়া(১৭) কে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত হন জগন্নাথপুর থানার এস.আই আনোয়ার হোসেন ও কায়েমুল হোসেন।
জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জানান, সংঘর্ষের ঘটনা থামাতে গিয়ে দুই এস.আই আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।