জগন্নাথপুরে নারীর শ্রীলতা হানির অভিযোগ

0
536
blank
blank

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের কারণে নারীর শ্লীলতা হানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রাম এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর নলুয়ার হাওরে জমিতে কচুরিপানা পরিস্কার করা নিয়ে নাদামপুর গ্রামের আছিম উল্লাহ ও পার্শ্ববর্তী হিজলা গ্রামের দুদু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুদু পক্ষ আছিম উল­াহ পক্ষের ৬ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরই জের ধরে গত শুক্রবার দুদু পক্ষের লোকজন জগন্নাথপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নাদামপুর গ্রাম এলাকার প্রধান সড়কে আছিম উল­াহ পক্ষের ২ নারীকে শ্রীলতা হানি করেন বলে আছিম উল­াহ পক্ষের লোকজন জানান।

এছাড়া গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে আছিম উল­াহ নলুয়ার হাওরে নৌকাযোগে জাল দিয়ে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের লোকজন আছিম উল­ার উপর হামলা করতে চাইলে পানিতে সাঁতার কেটে পালিয়ে গিয়ে রক্ষা পান। এ সময় আছিম উল­াকে ধরতে না পেরে প্রতিপক্ষের লোকজন তার নৌকাটি নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বারবার চেষ্টা করেও দুদু পক্ষের অসহযোগিতার কারণে বিষয়টি নিস্পত্তি করা সম্ভব হচ্ছে না।