জগন্নাথপুরে নির্বাচনী আক্রোশে হামলায় ২ ছাত্রলীগ কর্মী আহত

0
721
blank

কলি বেগম, জগন্নাথপুর: জগন্নাথপুরে নির্বাচনী আক্রোশে বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের ২ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, গত ৪ জুন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দিতে চেয়ে ছিলেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা শামছুল ইসলামের লোকজন। এ সময় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানার পক্ষ নিয়ে তাদেরকে বাধা দেন রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি আজমল হোসেন মিঠুসহ ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে নির্বাচন চলে গেলেও এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে শুক্রবার সকালে স্থানীয় হাওরে ছাত্রলীগ নেতা আজমল হোসেন মিঠুর জমি জবর-দখল করেন বিএনপি নেতা শামছুল ইসলামের লোকজন। এতে ছাত্রলীগ নেতার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপির লোকজনের হামলায় ছাত্রলীগ নেতার পক্ষের সুমন মিয়া (২২) ও লিপু মিয়া (১৮) নামের দুই ছাত্রলীগ কর্মী আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা আজমল হোসেন মিঠু বাদী হয়ে প্রতিপক্ষের বিএনপি নেতা নুরুল ইসলাম, শামছুল ইসলাম, রাহুল ইসলাম, ফখরুল ইসলাম, আমিরুল ইসলাম, জামরুল ইসলাম, কামরুল ইসলাম, জকরুল ইসলাম ও সাহাব উদ্দিনসহ মোট ৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।