জগন্নাথপুরে নির্বাচিত হলেন যারা

0
1016
blank
blank

জগন্নাথপুর: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ আবু ঈমানী নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ মদরিছ মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৭৯৫।

অপরদিকে, জগন্নাথপুর কলকলিয়া ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাসিম (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ৯ শ ৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের দীপক কান্তি দে নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯ শত ৯৮ ভোট।

উপজেলার পাইলগাঁও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মখলেছুর রহমান ঘোড়া প্রতীকে ৩ হাজার ১শ ১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজল মোটর সাইকেলে প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯ শত ৪৭ ভোট।

পাটলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীক নিয়ে ৫৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঙ্গুর মিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৬৩ ভোট।

উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আরশ আলী ৫ হাজার ৫ শ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশীদ আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫ শ ৯ ভোট।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউপিতে আনারশ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈয়ব মিয়া কামালী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আবুল হাসান।