জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

0
459
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে নৌকা ডুবির ঘটনায় পানির নিচে তলিয়ে নিখোঁজ থাকা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে নলুয়ার হাওরে পানির উপর লাশটি ভেসে উঠে। এ সময় স্থানীয় জনতা লাশটি উদ্ধার করেন। পরে কর্তৃপক্ষের অনুমতিক্রমে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত-রোববার বেলা ২ টার দিকে জগন্নাথপুর উপজেলা সদর থেকে একটি ছোট নৌকাযোগে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাঁও গ্রামের ৭ জন যাত্রী তাদের বাড়ি ফিরছিলেন। নৌকাটি নলুয়ার হাওরে গিয়ে প্রচ- ঝড়ো হাওয়া, বৃষ্টিপাত ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য পুরুষ যাত্রীরা নিজেদের বাঁচাতে সাঁতার কাটতে থাকলেও বেকায়দায় পড়ে যান একই পরিবারের নলুয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আজিজ মিয়া, তাঁর স্ত্রী হেলেনা বেগম ও তাদের ৭ মাসের শিশু সন্তান। নৌকাটি ডুবে যাওয়ার সময় মা হেলেনা বেগমের কাছে তাঁর শিশু সন্তান ছিল। তখন মা তাঁর সন্তানকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করে সাঁতার কেটে ক্লান্ত হয়ে যান। অবশেষে মা তাঁর সন্তানকে স্বামীর কাছে দিয়ে ‘তাকে বাচাও’ বলে মা নিজের গায়ে থাকা বোরখাসহ ভিজে যাওয়া কাপড়ের ওজনের ভারে সাঁতার কেটে প্রাণ রক্ষা করতে গিয়ে এক পর্যায়ে অচেতন হয়ে পানির নিচে তলিয়ে যান। এ সময় তাঁর স্বামী আজিজ মিয়া এক হাত দিয়ে তাঁর শিশু সন্তানকে ধরেন আর অন্য হাত দিয়ে সাঁতার কাটতে থাকেন। তখন তিনি চাইলেও তার স্ত্রীকে ধরতে পারেননি। স্ত্রীকে বাঁচাতে গেলে সন্তানকে ছাড়তে হয়। আবার স্ত্রী যদি নিজেকে বাঁচাতে স্বামীকে ধরতেন তাহলে তারা সবাই পানির নিচে তলিয়ে যেতেন। এমন মর্মান্তিক পরিস্থিতিতে মা তাঁর সন্তানকে বাঁচিয়ে নিজেই তলিয়ে গেলেন গভীর জলে। পরে আরেকটি নৌকা দিয়ে কিছু লোক আহত পিতা-সন্তানসহ অন্য যাত্রীদের উদ্ধার করলেও হতভাগ্য নারী নিখোঁজ থাকেন।