জগন্নাথপুরে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

0
590
blank
blank

সুনামগঞ্জের জগন্নাথপুরে মুসলিম যুবকের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ১৮ দিন পর হিন্দু স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এখনো মুসলিম যুবক পলাতক রয়েছে।
জানাগেছে, ২১ জুন রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের সামারিশ আলীর ছেলে জমির আলী (২৫) ও একই গ্রামের মনু বিশ^াসের মেয়ে স্কুলছাত্রী জবা রাণী বিশ^াস (১৬) বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
এদিকে-থানায় মামলা দায়েরের পর স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার আসামী জমির আলীকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় জগন্নাথপুর থানা পুলিশ। অবশেষে ঘটনার ১৮ দিন পর ৯ জুলাই মঙ্গলবার রাতে ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে পুলিশের হেফাজতে থাকলেও আসামী জমির আলী পলাতক রয়েছে।
এ ব্যাপারে ১০ জুলাই বুধবার উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তবে আসামী জমির আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামী গ্রেফতার হলে ঘটনার সঠিক রহস্য জানা যাবে। এটি অপহরণ না কি প্রেমের ঘটনা।