জগন্নাথপুরে প্রাকৃতিক দূর্যোগ কমিটির সভা অনুষ্টিত

0
420
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন অফিসের মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে প্রাকৃতিক দূর্যোগ কমিটির সভা অনুষ্টিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ইউনিয়ন সচিব মোহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় বিগত সভার কার্য্য বিবরনী পাঠ ও অনুমোদন, প্রাকৃতিক দূর্যোগ বিষয়ক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন অফিসের সদস্য মোছাঃ রোকসানা বেগম, মোছাঃ এলাছি বিবি, মোছাঃ আম্বিয়া বেগম,সদস্য মোঃ মাহমুদ মিয়া, মোঃ নাজমুল হক, মোঃ বজলু মিয়া, মোঃ তেরা মিয়া, মোঃ ইছরাক আলী, মোঃ আবুল কালাম, মোঃ মিলাদ মিয়া, মোঃ আব্দুল জলিল,সমাজ সেবক ডাঃ ছদরুল ইসলাম,রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিশিকান্ত রায়,সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার,এনজিও প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় সিদান্ত গৃহিত হয়,রানীগঞ্জ ইউনিয়নে অতিবৃষ্টিজনিত কারনে বন্যার পানি আশংখ্যা হারে বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় গর্তসৃষ্টি হওয়ায় জন-দূর্ভোগ চরম আকার ধারন করছে,বন্যার হাত থেকে জনগনকে রক্ষা করা,জনসচেনতা বৃদ্ধি ও করনীয় শীর্ষক প্রচার,তাৎক্ষনিক সাহায্যের জন্য নগদ অর্থ ও জি আর এর চাল সহ প্রয়োজনীয় বরাদ্ধ,মানবিক সহায়তার কার্ড বৃদ্ধি করণ,রোপন কৃত আমনধানের ক্ষেত তলিয়ে যাওয়ার কারনে কৃষকদের সাহায্যর জন্য কৃষি বীজ প্রদানের ব্যবস্থা সর্বোপরী ফ্লাড সেন্টার স্থাপনের সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব সহ কমিটির সদস্য সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনুরোধ জানানো হয়েছে।
আলী আছগর
মোবাঃ ০১৭৩৩১৭২৬০১
তারিখঃ ১২-০৮-২০১৭ ইং