জগন্নাথপুরে ফ্রেন্ডস্ ক্লাবের ২য় বার্ষিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন

0
532
blank
blank

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নের আর্ত মানবতা ও সামাজিক উন্নয়নের কাজে নিয়োজিত সামাজিক ক্লাব ফেন্ডস্ ক্লাব,বিগত দিনে জগন্নাথপুরের বিভিন্ন অঞ্চলে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় গত কাল শুক্রবার রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে ফেন্ডস ক্লাব যুক্তরাজ্য শাখার অর্থায়ানে ইউনিয়নের ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০ ঘটিকায় অত্র ক্লাবের ২য় বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।
রানীগঞ্জ ইউনিয়নে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার থেকে ১২৬ জন শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের ৩টি হলে ভাগ করে পরীক্ষা নেয়া হয়। এ সময় পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেন অত্র বৃত্তি পরীক্ষার হল সুপার রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিশি কান্ত রায়, ক্লাবের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য মোঃ মুক্তার মিয়া, ক্লাবের উপদেষ্টা ফখরুল ইসলাম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অত্র ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইসলাম আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ মহসিন আহমদ, শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক কাওছার আহমদ মিহির।পরীক্ষা হলে দায়িত্ব্ পালন করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঠুন রায়,সদস্য রনি রাজ,মোঃ মাছুম মিয়া,সুজেল আহমদ, নাহিদুল ইসলাম নুরুল,আবু সাঈদ। পরীক্ষার কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করেন ধর্ম বিষয়ক সম্পাদক মিফতাহ উদ্দিন,অর্থ সম্পাদক আবিদুর রহমান হাবিব,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রুবেল আহমদ, অর্থ সম্পাদক আবেদুর রহমান হাবিব,সদস্য মোঃ জুনেদ আহমদ,বিনয় চক্রবর্তী,মোঃ শিপন আহমদ,রানা রায়।