জগন্নাথপুরে বিদ্যুৎ নিয়ে কর্তৃপক্ষের ফাইজলামি

0
572
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ফাইজলামি করার অভিযোগ উঠেছে। জগন্নাথপুর সদর বাজারের ব্যবসায়ীসহ ভূক্তভোগী গ্রাহকদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার এক দিনের মধ্যে প্রায় শতাধিক বার লোডলেডিং হয়েছে। ২, ৫ ও ১০ মিনিটের ব্যবধানে বিদ্যুৎ বারবার আসা-যাওয়া করে। কম্পিউটারসহ কোন প্রকার ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি চালু হওয়ার আগেই বিদ্যুৎ চলে যায়। এতে গ্রাহকদের মধ্যে চরম বিরক্তির সৃষ্টি হয়েছে। যে কারণে ভোগান্তির শিকার হওয়া গ্রাহকরা বলেন, জগন্নাথপুরে বিদ্যুৎ নিয়ে কর্তৃপক্ষ ফাইজলামি করছে। তাদের ফাইজলামির কারণে আমাদের অনেক ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ জানান, একে লোডশেডিং বলেনা। প্রকৃতপক্ষে ধমকা বাতাসের কারণে বিদ্যুৎ লাইনের তারে গাছের ডাল জড়িয়ে পড়ে লাইন পল্ট হয়ে যায়। যে কারণে বারবার মেরামত করে লাইন চালু করা হচ্ছে।