জগন্নাথপুরে বিদ্রোহীদের কাছে ধরাশায়ী আ.লীগ

0
494
blank

জগন্নাথপুর প্রতিনিধি: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলার ৬ টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আ.লীগের বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়েছে আ.লীগ মনোনীত প্রার্থীরা। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৬ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত ২, আ.লীগের বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র প্রার্থী ১ জন নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১নং কলকলিয়া ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হাসিম (চশমা) প্রতীকে মোট ৫৯৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগ মনোনীত প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল (নৌকা) প্রতীকে ৪৯৯৮ ভোট পান। ২নং পাটলি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক (আনারস) প্রতীকে মোট ৫৪০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগ মনোনীত প্রার্থী আংগুর মিয়া (নৌকা) প্রতীকে ৩৩৬০ ভোট পান। ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো.আরশ মিয়া (নৌকা) প্রতীকে ৫৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগের বিদ্রোহী প্রার্থী হারুনুর রশীদ (আনারস) প্রতীকে ৫৫০৯ ভোট পান। ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব মিয়া কামালী (আনারস) প্রতীকে ৪৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান (নৌকা) প্রতীকে ৪৩৩২ ভোট পান। ৮নং আশারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী শাহ আবু ইমানী (নৌকা) প্রতীকে ৩৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মদরিছ (আনারস) প্রতীকে ৩৭৯৯ ভোট পান ও ৯নং পাইলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজী মখলুছ মিয়া (ঘোড়া) প্রতীকে ৩১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজল (মোটরসাইকেল) প্রতীকে ২৯৪০ ভোট পেয়েছেন।